বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা এবং প্রদর্শনী ও আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছে বসুন্ধরা শুভসংঘের নেত্রকোনা জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক মাশিয়া রহমান।
মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে নবম শ্রেণির এ মেধাবী শিক্ষার্থী।
নেত্রকোনা কালেক্টরেট স্কুলের ছাত্রী মাশিয়া রহমান জেলার নাগড়া এলাকার মো. মজিবুর রহমান ও মাহমুদা আক্তার সুমির ছোট মেয়ে। গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি আয়োজন করে ইন্দোনেশিয়ান ইয়ং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)। এতে ১১টি দেশের ৪৩৪টি টিম অংশ নেয়, যার মধ্যে ২৬২টি টিম অনলাইনে এবং ১৭২টি টিম সরাসরি প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে “ড্রিমস অফ বাংলাদেশ” নামক সংগঠনের উদ্যোগে মোট ১৭টি টিমের প্রায় ৭০ জন শিক্ষার্থী এ আন্তর্জাতিক মঞ্চে অংশ নেয়। এর মধ্যে ১৪টি টিম স্বর্ণপদক অর্জন করে, যা ছিল বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন।
মাশিয়া রহমান “ফেন্তম ফোর্জ” নামক টিমের সদস্য হিসেবে আইটি ও রোবোটিক্স সেগমেন্টে অংশ নেয়। তার টিমের উদ্ভাবনী প্রকল্প বিচারকদের মন কাড়ে এবং এর স্বীকৃতি স্বরূপ সে স্বর্ণপদকসহ “মাইসো অ্যাওয়ার্ড” লাভ করে।
এ সাফল্য প্রসঙ্গে মাশিয়া বলেছে, এ অর্জন শুধু আমার একার নয়, এটি আমার টিম, শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি চাই ভবিষ্যতেও এমন উদ্ভাবনী কাজে দেশকে এগিয়ে নিতে। সে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে, যাতে ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ