ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবা আব্দুল ওহাব মোল্লা (৪২)-কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালে আলফাডাঙ্গা উপজেলার ছাবের মোল্লার ছেলে আব্দুল ওহাব মোল্লার সাথে রেবেকা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যাসন্তান জন্ম নেয়। নানা কারণে ২০২০ সালে আব্দুল ওহাবের সাথে রেবেকার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে দুই কন্যা তাদের বাবার বাড়িতেই বসবাস করত।
অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর থেকেই বাবা আব্দুল ওহাব বড় মেয়েকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করতেন। সর্বশেষ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে তিনি নিজ কন্যাকে আবারও ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে।
এই ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আব্দুল ওহাব মোল্লার বিরুদ্ধে এই আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল