“আমাদের নদী, আমাদের জীবন” প্রতিপাদ্যে বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোনায় ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মগড়া নদীর পাড়ে সাতপাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এবং সবুজ সংহতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বারসিকের সহযোগিতা ছিল।
শিশুরা নদীর নাম লিখিত প্লেকার্ড হাতে দাঁড়িয়ে নদী রক্ষার দাবি জানায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদী রক্ষায় মতামত লিখে স্বাক্ষর করেন।
বক্তারা বলেন, নদী মায়ের মতো, নদী সুস্থ থাকলে সমাজ-সংস্কৃতি সমৃদ্ধ থাকে। কিন্তু দখল ও দূষণে নদীগুলো হারিয়ে যাচ্ছে। তাই সচেতনতা জরুরি।
বারসিক নেত্রকোনার সমন্বয়কারী অহিদুর রহমান জানান, জেলার ৯৫টি নদ-নদীর মধ্যে ৫৪টি বিলুপ্ত, ১৭টি প্রায় বিলুপ্ত। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে নদী রক্ষার উদ্যোগ নেওয়া দরকার। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক ও পরিবেশকর্মীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ