চট্টগ্রামের ডবলমুরিং থানার মো. রাজু হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আরিফকে গ্রেফতার করেছে র্যাব-৭। তিনি নগরের আকবরশাহ এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।
শনিবার (২৭ সেপ্তেম্বর) রাতে টাইগারপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আরিফকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ