চলতি সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার ৫১৫ কোটি টাকা ( প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেপ্টেম্বরের ২৭ দিনে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। আগের মাস আগস্টের ২৭দিনে এসেছিল ২১৭ কোটি ৯৭ লাখ ডলার।
একইভাবে আগের বছরের দুই মাস ২৭ দিনের চেয়ে এ বছর দুই মাস ২৭ দিনে ২৬.২ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার।
চলতি বছরে প্রবাসী আয়ের অব্যাহত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বরের ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি র৪৩ লাখ ৫০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজারর ডলার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন