নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা হাওর এলাকায় ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে দুইটি ট্রলারে অতর্কিত হামলা চালিয়ে যাত্রীদের কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নেয় দুর্বৃত্তরা। এসময় স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিককে আহত করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ