বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের যতিন বিশ্বাসের ছয় বছরের মেয়ে অংকিতা বিশ্বাস পানিতে ডুবে মৃত্যু হয়।
শিশু অংকিতা বিশ্বাস খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায়। বাড়ির লোকজন শিশু অংকিতা বিশ্বাসকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি রানী হালদার শিশু অংকিতা বিশ্বাসকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএম