বরিশাল মহানগর পুলিশ দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সপ্তাহ শুরু করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সদর রোডে র্যালি ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, পূজা উপলক্ষে নগরীতে অনেক পূজামণ্ডপ থাকায় শহর উৎসবমুখর হয়ে ওঠে। এ সময়ে যেন ফিটনেস বা লাইসেন্সবিহীন কোনো যানবাহন প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি না করে, সে লক্ষ্যেই এ কর্মসূচি।
আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে ট্রাফিক সপ্তাহ। উদ্বোধনী দিনে যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ