সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর মোদকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ।
এ সময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা রুপমকে হাতেনাতে গ্রেফতার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী জানান—দীর্ঘদিন ধরে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম