এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথে মাঠের চেয়ে বাইরের নাটক যেন বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে বিতর্ক উসকে দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালের আগে চিরাচরিত ট্রফি ফটোসেশনে অংশ নেননি তিনি। ফলে পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাকে একাই ট্রফির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।
প্রথা অনুযায়ী, ফাইনালের আগের দিন দুই দলের অধিনায়ক একসঙ্গে ট্রফির সঙ্গে ছবি তোলেন। কিন্তু এবার ভারতীয় অধিনায়কের অনুপস্থিতিতে সেই দৃশ্য অপূর্ণই রয়ে গেল।
এর আগে হ্যান্ডশেক বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের ক্রিকেটাঙ্গন। ভারতের খেলোয়াড়েরা পেহেলগাঁমে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঐতিহ্যবাহী হ্যান্ডশেক থেকে বিরত থাকেন। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে অভিযোগ তোলে এবং তাকে বরখাস্ত না করলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকিও দেয়। তবে আইসিসি সেই দাবি নাকচ করে দেয় এবং পাইক্রফটের পক্ষে অবস্থান নেয়।
এই প্রেক্ষাপটে সালমান আঘা বলেন, “আমি তেমন কিছু প্রত্যক্ষ করিনি, তবে এ ধরনের ঘটনা ক্রিকেটের জন্য ভালো নয়।”
ফাইনালের আগে সূর্যকুমারের ট্রফি ফটোসেশন এড়িয়ে যাওয়া নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। খেলায় চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকলেও, মাঠের বাইরের এমন কর্মকাণ্ড এই হাইভোল্টেজ ম্যাচকে আরও রঙিন করে তুলছে।
বিডি প্রতিদিন/মুসা