১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র যাচাই এখন থেকে অনলাইনে করা যাবে। ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি–২০২৫ এর আওতায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র যাচাইয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রবিবার এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষারমান) তাসনিম জেবিন বিমতে শেখের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রস্তুত ও বিতরণ এবং প্রার্থীর হাতে পৌঁছানো একটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া। এতে সেবা প্রার্থী ও কর্তৃপক্ষ উভয়ের সময় ও অর্থের অপচয় হয়। প্রার্থীদের সময়, অর্থ ও শ্রম বাঁচাতে এবার ই-প্রত্যয়নপত্র (ই-সার্টিফিকেট) চালু করা হয়েছে।
এনটিআরসিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্রের তথ্য অনলাইনে রোল ও ব্যাচ দিয়ে যাচাই করা যাবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ