নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম জিসান আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। তিনি চেক রিপাবলিকের প্রাগে অনুষ্ঠিত ফিউচার পোর্ট ইউথ অ্যাওয়ার্ড ২০২৫ প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন। জিসান এনইউবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএ শিক্ষার্থী এবং এনইউবি মার্কেটিং ও এইচআরএম ফোরামের সক্রিয় সদস্য।
বিশ্বের বিভিন্ন দেশের ২০০-র বেশি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে জিসানের নারীস্বাস্থ্যকেন্দ্রিক হেলথটেক উদ্যোগ ‘নির্ভয়া’ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘নির্ভয়া’ একটি এআই-ভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর) ডিজিটাল প্ল্যাটফর্ম, যা নারীদের মাসিক, প্রজনন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সহজ সহায়তা দেওয়ার জন্য তৈরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের জন্য এটি কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হয়েছে।
প্রাগের গ্র্যান্ড ফাইনালে জিসান তার প্রকল্প আন্তর্জাতিক জুরি বোর্ডের সামনে উপস্থাপন করেন। প্রযুক্তিগত উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, বৈশ্বিক গুরুত্ব এবং সামাজিক প্রভাব—এই চার মানদণ্ডে ‘নির্ভয়া’ বিশেষভাবে প্রশংসিত হয়।
এনইউবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের শক্তি ও সম্ভাবনারও বড় উদাহরণ। তারা মনে করেন, জিসানের সাফল্য শিক্ষার্থীদের প্রযুক্তি, উদ্যোক্তা দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধের দিকে আরও উৎসাহিত করবে।