আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট স্টুডেন্ট ফোরাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার শরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ট্রেজারার প্রফেসর ড. হযরত আলি মিয়া, ডিন ও চেয়ারম্যান ড. অনিন্দ কুমার নাথসহ অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ