বগুড়ায় টিএমএসএস এর আরএমটিপি প্রকল্পের আওতায় কৃষি শ্রমিকদের নিরাপদ কৃষিকাজ, পরিবেশবান্ধব পদ্ধতি এবং অধিকার বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সভাকক্ষে কৃষকের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ আব্দুল কুদ্দুস, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এ.বি.এম. মাহমুদুল হাছান, মার্কেটিং ম্যানেজার রুস্তম আলী মণ্ডল, শাখা ব্যাবস্থাপক আনিছার রহমান এবং টিএমএসএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে শুধু পরিবেশরক্ষা নয়, বরং বিষমুক্ত খাদ্য সরবরাহের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারেন। এটি কৃষকদের জীবিকা উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, টিএমএসএস আরএমটিপি প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলার কৃষককে নিয়ে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে অভ্যস্ত করানো হবে। জৈব সার ব্যবহারে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, ওয়ার্কশপের উদ্দেশ্যে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার, সঠিক অনুশীলন এবং পরিবেশবান্ধব উপায়ে কৃষি পণ্য উৎপাদন করতে সহায়তা করাসহ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও সংগঠিত হওয়ার গুরুত্ব অবগত করা। প্রকল্পটির লক্ষ্য স্থানীয় কৃষকদের পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের মাধ্যমে বাজারজাত করণে সহায়তা করা।
বিডি প্রতিদিন/জামশেদ