নীলফামারীর ডিমলায় পাথর বোঝাই ট্রলির ধাক্কায় এক মাদ্রাসা সহ-সুপার নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষক হলেন মাওলানা রফিকুল ইসলাম (৫৫)। তিনি জেলার ডিমলা উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন এবং খালিশা চাপানী বুড়িরহাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাওলানা রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাথর বোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আশিক