গত কয়েক মাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এমনকি তার কানাডার রেস্তোরাঁতেও হামলা হয়েছিল। সালমান খানের ঘনিষ্ঠ হওয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কপিল।
এবার সম্প্রতি তার কাছে এক কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এক যুবক। শনিবার কলকাতা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে সাতটি ফোন আসে। যেখানে তার কাছে ১ কোটি টাকা চাওয়া হয়।
জানা গেছে, দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপিল শর্মাকে হুমকি দিয়েছিল।
এই হুমকির ফোন পেয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে বিষয়টি জানানো হয়। তারপরই কলকাতা থেকে গ্রেফতার হয় অভিযুক্ত যুব্ক। জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে তাকে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই সকালে কানাডায় সদ্য খোলা তার ক্যাপস ক্যাসেতে বন্দুকধারীরা তাণ্ডব চালায়। এলোপাতারি গুলিও চালাতে থাকে তারা। এই ঘটনার দায় স্বীকার করেছেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। কপিল শর্মার শোতে কিছু আপত্তিজনক মন্তব্যের জন্যই এই মামলা হয়েছে বলে জানিয়েছেন হামলাকারী। তবে, সেই আপত্তিকর মন্তব্যটা কী তা খোলাসা করেননি তিনি।
বিডি প্রতিদিন/কেএ