শেরপুরে শনিবার রাতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহসান (৩৫)নামে একজন নিহত হন। এসময় আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার বাদাগৈর মোড়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় মমতাজ নামের এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও যাত্রীদের ফেলে পালিয়ে যায় ড্রাইভার ও বাসের স্টাফরা।
অন্যদিকে সদর উপজেলার শিমুলতলি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরুবাহী একটি নসিমনের পেছনে একটি গাড়ি ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন। তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে দুর্ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শেরপুর পুলিশের পুলিশ সুপার আমিনুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন