মাত্র আধাঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হলো ফেনী শহর। রবিবার দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত মুষলধারে বৃষ্টির পর শহরের গুরুত্বপূর্ণ সড়ক এসএসকে রোড, নাজির রোড, একাডেমি এলাকা, ভিতরের বাজার, স্টার লাইন কাউন্টার ও পাঠানবাড়িসহ বেশ কয়েকটি পাড়া-মহল্লার রাস্তায় পানি জমাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে।
হঠাৎ সৃষ্টি হওয়া এ জলাবদ্ধতায় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয় ব্যবসায়ী মো. জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র আধাঘণ্টার বৃষ্টিতেই দোকানের ভেতরে পানি ঢুকে গেছে। পণ্যের ক্ষতি হয়েছে হাজার হাজার টাকার। অথচ পৌরসভা কোনো পদক্ষেপ নেয় না।”
রিকশাচালক দেলোয়ার হোসেন জানান, “বৃষ্টির পানি জমে রাস্তায় চলাচল অসম্ভব হয়ে যায়। খানাখন্দের কারণে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বাড়ে। আমাদের রিকশার ভাড়া কমে যায়, যাত্রী তুলতে পারি না। বৃষ্টিতে কাজ কমে গেলে পরিবার চালানোই কষ্ট হয়ে দাঁড়ায়।”
পথচারী ছাত্রী শ্রাবন্তী আক্তার বলেন, “আমাদের স্কুল থেকে বের হওয়ার পর বাসায় ফিরতে ভীষণ কষ্ট হয়েছে। রাস্তা ডুবে গেছে, হাঁটা যায় না। ময়লা পানিতে নোংরা হয়ে গেছি। শহরে যদি এমন হয়, তবে শিক্ষার্থীরা কষ্টে পড়বে না?”
স্থানীয়দের দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না হলে অল্প বৃষ্টিতেই ফেনী শহর পানিতে তলিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন