কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলামের পুত্র বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শিশু জুনায়েদ হোসেন তাদের বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম