মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল—খড়িয়া মিলন বীথি ফুটবল একাডেমী ও খড়িয়া ফ্রেন্ডস ক্লাব। টানটান উত্তেজনায় ভরা খেলায় জয় পায় খড়িয়া মিলন বীথি ফুটবল একাডেমী, তারা প্রতিপক্ষকে ২-১ গোলে হারায়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন রাকেশ মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক চন্দ্র মন্ডল। তিনি বলেন, “শুভ কাজে সবার পাশে শ্লোগানটি আমাকে বিমোহিত করেছে। বসুন্ধরা গ্রুপ কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, তারা সমাজের কল্যাণেও কাজ করছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।”
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক ইদ্রিস আলী। তিনি বলেন, “শুভসংঘের এধরনের কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয়।”
উপজেলা সভাপতি কার্তিক রুদ্র বলেন, “যেখানে মাদক সমাজে বিষ ছড়ায়, সেখানে খেলাধুলা জীবনকে আলোকিত করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শেখ ইমরান হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান সরদার, স্বাস্থ্য ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নূর ইসলাম, সদস্য প্রীতম দাশ, সমাজসেবক ভৈরব মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক