আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) আসনে শুরু হয়েছে সরগরম প্রচার-প্রচারণা। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাবেক এমপি আমজাদ হোসেন এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তারা পৃথকভাবে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রচারণায় নেমেছেন।
জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের শুরা সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হুদা। এনসিপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদকে প্রার্থী করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাংনী উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সেন্টু। সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, ২০০৮ সালে গাংনীর মানুষ আমাকে আস্থার সঙ্গে এমপি নির্বাচিত করেছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রামে আমি সব সময় তাদের সঙ্গে ছিলাম। এবারও যদি মনোনয়ন পাই, বিশ্বাস করি গাংনীর মানুষ আবারও আমার ওপর আস্থা রাখবে। জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। একটি বড় দলে একাধিক নেতার প্রার্থী হওয়ার আগ্রহ থাকা স্বাভাবিক। ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েছিলাম। এবারও আশাবাদী। মেহেরপুর-২ (গাংনী) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার। এর মধ্যে নারী ভোটার পুরুষ ভোটারের তুলনায় বেশি।