বেনাপোল স্থলবন্দরে চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ কর্মসূচি পালন করেন প্রায় দেড় শতাধিক শ্রমিক।
শ্রমিক সর্দার কালু জানান, শুরু থেকেই বন্দরের শ্রমিকরা পাসপোর্টধারীদের ল্যাগেজ বহন করে আসছে। তবে সম্প্রতি কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে গ্রিন লজিস্টিক নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। এতে আড়াই শতাধিক শ্রমিক বেকার হওয়ার শঙ্কায় পড়েছেন।
শ্রমিকদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের স্বাগত সেবা ১৫০ টাকা, ব্যাগ বহন ১৫০ টাকা, ল্যাগেজ র্যাপিং ১৫০ টাকা, ফাস্ট ট্র্যাক ১০০ টাকা, জরুরি সহায়তা ৫০ টাকা, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী সেবা ২০০ টাকা, ডিজিটাল সুবিধা ৫০ টাকা ও সেবা চার্জ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভারতগামী পাসপোর্টধারীরা জানান, এমনিতেই ভ্রমণ কর ৫০০ থেকে ১০০০ টাকা করা হয়েছে, ভিসা ফি ১৫০০ টাকা এবং বন্দর সেবা চার্জ ৫৫ টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সেবা মিলছে না। নতুন চার্জ আরোপে যাত্রীদের গলাকাটা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
শ্রমিকরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে।
বিডি প্রতিদিন/আশিক