রাশিয়া থেকে বৃহস্পতিবার এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ গ্রহণ করেছে ইউক্রেন। দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, “আজ মরদেহ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী, ফেরত দেওয়া মরদেহগুলো ইউক্রেনীয় সেনাদের।”
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনও ২৪ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে বলে জানিয়েছে রুশ যুদ্ধবন্দি ও নিখোঁজ সেনাদের নিয়ে কাজ করা ইউক্রেনীয় আরেকটি সংস্থা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মরদেহ বিনিময় ও যুদ্ধবন্দি বিনিময়ই দুই দেশের মধ্যে সীমিত সহযোগিতার একমাত্র ক্ষেত্র হিসেবে টিকে আছে।
২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর উভয় পক্ষেরই হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে। তবে নিজ নিজ হতাহতের সঠিক সংখ্যা নিয়মিতভাবে প্রকাশ করে না কোনো পক্ষই।
ইউক্রেনের “আই ওয়ান্ট টু ফাইন্ড” প্রকল্পের তথ্যমতে, সর্বশেষ মরদেহ বিনিময়ে মধ্যস্থতা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।
এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা ও কিয়েভ-মস্কোর মধ্যে তিন দফা আলোচনার পরও অগ্রগতি থমকে আছে। গত সপ্তাহে ক্রেমলিন জানায়, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আপাতত “স্থগিত” রয়েছে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম