“চাকরি নয় সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৯ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে চাকরি পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন সবাই।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন ২০২৫ ব্যাচের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। নিয়োগ পাওয়া ১৯ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া আরও ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
আবেদন ফি ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো খরচ হয়নি প্রার্থীদের। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে যোগ্য প্রমাণ করেই নিয়োগ পেয়েছেন তারা।
নিয়োগপ্রাপ্তরা জানালেন, কেবল ১২০ টাকা খরচ করে চাকরি পাওয়া যেন এক স্বপ্নের মতো। এতে শুধু তারা নয়, তাদের পরিবারও উচ্ছ্বসিত।
এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, গত আগস্টে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। ২৫৪ জনের মধ্যে ২৪৩ জন লিখিত পরীক্ষা দেন, উত্তীর্ণ হন ৩৫ জন। পরে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১৯ জনকে নির্বাচিত করা হয়। সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল