বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি না থাকার যে বাস্তবতা, নুরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
গতকাল দুপুরে রাজধানীর হাতিরঝিলে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মহানগর প্রকল্পের বাসায় তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে তিনি একথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সব জায়গায় ঐকমত্য হবে না। কিছু চাওয়াতেও কোনো অসুবিধা নেই। তবে সেজন্য জনগণের কাছে যেতে হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর বিকালে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছাড়েন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসায় গেছেন।
নুর বলেন, এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায়। অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতা-কর্মীরা।