রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ছাত্রদল, শিবির ও সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীদের দাবি, আসন্ন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বাস্তবায়নেই পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত হয়েছে।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে যখন উৎসব চলছে, তখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বাস্তবায়নে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে৷ জুলাই বিপ্লবের অগ্রনায়ক হিসেবে এই প্রশাসনে চেয়ারে বসানো হয়েছিল। আজ তারা বিপ্লবের সঙ্গে গাদ্দারি করেছে। যে কোটার কবর রচিত হয়েছে, সেই কোটা কোনভাবেই ফিরতে দেওয়া হবে না।
এরআগে, এবছরের শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করে প্রশাসন। তবে পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা অ্যাখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে কয়েকদফা কর্মবিরতিও করেন তারা। ১৭ সেপ্টেম্বর দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষক ও কর্মকর্তারা। ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পোষ্য পুনর্বহালের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে তৎক্ষণাৎ উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে শিবির, ছাত্রদল ও সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল