জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (জকসু) তফশিল আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। একইসঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আগামীকাল বুধবারই জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন