কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি কোরাল মাছ। মঙ্গলবার সকালে সাগর মোহনায় ইলিশের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।
মাছটি পরে কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হয় এবং নিলামের মাধ্যমে ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।
মুসল্লি ফিশের মালিক মোস্তাফিজুর রহমান জানান, মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে। এর আগে আগুনমোহনা আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে। এর ফলে এখন বড় মাছ জালে ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আমরা আশা করছি।
বিডি-প্রতিদিন/মাইনুল