ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি প্রণোদনায় ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর কৃষক প্রশিক্ষণ হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
নবীনগর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই