বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ কামাল ফকির (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল ফকির রণবিজয়পুর এলাকার আকবর ফকিরের ছেলে।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. বুলু শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কামাল ফকিরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি