চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, আমরা প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য নতুন শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন শব্দের উচ্চারণই আবৃত্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমেই আমরা প্রকৃত লেখক ও সাহিত্যিক হতে পারি। শিক্ষামূলক সংগঠন ক্যাম্পাসে আরও বৃদ্ধি পাওয়া উচিত। এসব সংগঠন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি জানান, বর্তমান প্রশাসন অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার মতে, বর্তমানে পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও গীতিকার জাকির আবু জাফর।
সম্মানিত অতিথি ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও আবৃত্তি সংসদের উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক, রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন এবং চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আবৃত্তি সংসদের সভাপতি আদিল হাসান। সঞ্চালনায় ছিলেন সংসদের সহসভাপতি তাফহীমুল হক এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শ্রাবণী চৌধুরী মম। অনুষ্ঠানে সংসদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি