শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউল পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকার আলমগীর দপ্তরী এবং নুরে আলম মোল্লা। নুরে আলম ট্রাক্টর চালক ছিলেন, আর আলমগীর কৃষি কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তারা দেওয়ানপাড়ার একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ হলে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর দপ্তরীর স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী বাড়িতে না ফেরায় খুঁজতে গিয়ে জানতে পারি নুরে আলমও বাড়িতে ফেরেননি। পরে নুরে আলমের ছেলে নীরব গিয়ে দেখেন তারা দুজন বিদ্যুতের তারে ঝুলে আছেন।
নিহত নুরে আলমের ছেলে নীরব মোল্লা বলেন, বাবা ও আলমগীর কাকা রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে বাড়ি না ফেরায় গিয়ে দেখি তারা দুজন পুকুরপাড়ে বিদ্যুতের তারে ঝুলে আছেন।
গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আরেফীন বলেন, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবার কোনো অভিযোগ দেননি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল