মাদারীপুরে দুটি স্কুলে আশ্রয়ণ প্রকল্পের বহুতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনে এ অভিযান চালানো হয়। উল্লেখ্য এই ভবন দুটি দুর্যোগকালীণ সময় আশ্রায় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অ. দা.) মো. আখতারুজ্জামান (বুলবুল) জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকৌশলী ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনগুলো নির্মাণ করেছে। তবে ভবনগুলোতে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, রাজৈরের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনের ক্ষেত্রে পাইলিং ৭০ ফুট করার কথা থাকলেও মাত্র ৩০ ফুট দেওয়া হয়েছে। এছাড়া টেন্ডারে ৫৪টি পাইলিং থাকার কথা থাকলেও মাত্র ৪৯টি করা হয়েছে। মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনেও একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, দুদক অভিযান শেষে সব টেকনিক্যাল ও ল্যাব টেস্টের রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনের জন্য প্রায় ৩ কোটি টাকা এবং এমএল উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। রিপোর্ট হাতে পাওয়ার পর প্রধান কার্যালয়ের নির্দেশে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল