রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার বানিবহ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বানিবহ বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম, মুদি ব্যবসায়ী আকবর আলী, হার্ডওয়্যার ব্যবসায়ী খলিলুর রহমান, রনজিত বিশ্বাস, বানিবহ ইউনিয়ন পরিষদের সদস্য নিহার ঘোষসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বক্তব্য রাখেন।
ব্যবসায়ীরা বলেন, জেলা পরিষদের সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছেন। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ব্যবসায়ীদের আতঙ্কিত করছেন। দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ব্যবসায়ীরা আরও বলেন, আবুল কালাম আজাদ বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ীর শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি। ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিডি-প্রতিদিন/জামশেদ