আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়ার ও বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
এর আগে একই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
নিজের নতুন দায়িত্ব নিয়ে রাজ্জাক বলেন,'অন্যান্য টিম ডিরেক্টরের মতোই আমার কাজ হবে দলের সার্বিক তদারকি করা। সবকিছু পর্যবেক্ষণ করব, এবং যেখানে টিম ম্যানেজমেন্ট আমার সহযোগিতা চাইবে, সেখানে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব।'
সফরকারী আয়ারল্যান্ড দল বাংলাদেশে খেলবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটি শুরু হবে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে, এরপর ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
টি-টোয়েন্টি পর্ব শুরু হবে ২৭ নভেম্বর চট্টগ্রামে, সেখানে প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর মিরপুরে।
বিডি প্রতিদিন/মুসা