আমার খুব খারাপ লাগে যখন দেখি সুস্থ সবল মানুষ ভিক্ষা করে। আমি অন্ধ হয়ে যদি কাজ করে খেতে পারি তাহল অন্যরা কেন পারবে না। আমি সবার প্রতি অনুরোধ করি যারা সুস্থ হয়েও ভিক্ষা করে আপনারা তাদেরকে বুঝাবেন। তাদেরকে সহযোগিতা করবেন। এভাবেই বলছিলেন অন্ধ ছিদ্দিকুর রহমান। তিনি ভ্রাম্যমাণ বিক্রেতা। ট্রেনে ঘুরে নানান জাতের জিনিস বিক্রি করেন তিনি।
আজ বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সহায়তা পেয়ে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন ৭২ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী নরসিংদীর বাসিন্দা ছিদ্দিকুর রহমান। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তার হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সদ্য প্রয়াত ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. কোব্বাত হোসেনের পরিবারের সহযোগিতায় ছিদ্দিকুর রহমান ও কিশোর ভ্রাম্যমাণ বিক্রেতা মো. ফরহাদ মিয়ার হাতে সহায়তা হিসেবে তাদের বিক্রির জন্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়।
বেলা সাড়ে ১০টার দিকে হওয়া এ আয়োজনে কোব্বাত হোসেনের পরিবারের পক্ষে অংশ নেন তার ভাই তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, রেলওয়ে জংশন স্টেশন ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক দিলীপ কুমার ঘোষ বাপ্পী, সদস্য মোয়াজ্জেম হোসেন স্বপন, আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নরুন্নবী ভুঁইয়া, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, জুটন বনিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, রাধানগর স্পোটিং ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ কামাল, প্রবাসী মো. লিটন প্রমুখ। আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা বিশ্বজিৎ পাল বাবু।
সহায়তা পেয়ে ছিদ্দিকুর রহমান বলেন, আমি গ্র্যাজুয়েশন করেছি। আমার এক মেয়ে অনার্স পাস। আরেক মেয়ে পড়াশুনা করে। চেষ্টা করি নিজে কিছু করে খেতে। ট্রেনে একেক সময় একেক ধরণের জিনিসি বিক্রি করি। ব্যবসায়িক পুঁজি বাড়াতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগের ফলে আমার খুব সুবিধা হলো।
কিশোর ফরহাদ জানান, তার বাবা নেই। মাও থাকেন চট্টগ্রামে। সে আখাউড়ায় থেকে পানি ও জুস বিক্রি করে। ফরহাদ বলেন, আগে বাকিতে মালামাল আনতাম। এখন বসুন্ধরা থেকে যে পুঁজি দিলো তাতে বাকি আনা লাগবে না। আমি নিজেই এখন সাবলম্বী হলাম। আমার মায়ের কাছে এখন থেকে আরো বেশি করে টাকা পাঠাতে পারবো।’
সাংবাদিক নুরুন্নবী ভুঁইয়া বলেন, বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানব কল্যাণে কাজ করছে সেটি প্রশংসনীয়। সাংবাদিকদের উদ্যোগেও এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সাজ্জাদ হোসেন বলেন, এমন আয়োজনে আমার পরিবার শরিক হতে পারায় ভালো লাগছে। সব সময় এ ধরণের উদ্যোগের পাশে থাকবো। দিলীপ কুমার ঘোষ বাপ্পী বলেন, ক্ষুদে ব্যবসায়িদের সাবলম্বী করার এ প্রয়াস খুবই ব্যতিক্রম।
ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন স্বপন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ছিদ্দিকুর আমার সঙ্গেই পড়াশুনা করতো। সে অত্যন্ত ভালো মানুষ। তাকে সহায়তা করতে পারা আনন্দের ব্যাপার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ