সাহিত্যিক চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে নিজের পরিচয় ও সত্তার বহিঃপ্রকাশ ঘটান। আর সে জন্য বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মননশীল সাহিত্য আড্ডা।
বুধবার সকাল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার পাঠাগারে সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত এই আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য আড্ডায় বোয়ালখালী উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এস.এম নাঈম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারি অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, প্রভাষক মোহাম্মদ জিললুর রহমান হাবীবি, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ ও আসাদুজ্জামান এবং গ্রন্থাগারিক নুর মোহাম্মদ।
এ ছাড়া সাহিত্য আড্ডায় অংশ নেন সহকারি অধ্যাপক মঈনুদ্দীন মোহাম্মদ ওসমান, প্রভাষক দেলোয়ারুল ইসলাম, মো.জামাল উদ্দীন, সহকারি শিক্ষক জয়নুল আবেদীন,শাহ্ আলম, নারায়ণ মল্লিক, আমিনুর রহমানসহ আরও অনেকে।
আড্ডায় সাহিত্যের সামাজিক প্রভাব, সমকালীন প্রেক্ষাপটে তার ভূমিকা ও তরুণদের সাহিত্যবোধ এই বিষয়গুলো ঘিরে চলে প্রাণবন্ত আলোচনা।
প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক মো. এনামুল হক বলেন, ‘সাহিত্য চর্চা মানসিক বিকাশ ঘটায় এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে। মেধা ও মনন চর্চার বিকাশে বসুন্ধরা শুভসংঘের এই সাহিত্য আড্ডা যেন নিয়মিত হয় এবং শুভসংঘের পক্ষ থেকে সাহিত্য চর্চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে যাতে উদ্বুদ্ধ করা হয়।’
বিডি-প্রতিদিন/আশফাক