বসুন্ধরা শুভসংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার তিন দিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্টরা জানান, এ মাসের ২৮, ২৯ ও ৩০ অক্টোবর মোট তিন দিনব্যাপী এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। সদস্য সংগ্রহে প্রাথমিক ফরম প্রদান করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী সদস্য হতে পারবেন।
সদস্য সংগ্রহ টিমের লিডার আলীউজ্জামান কাজীর নেতৃত্বে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ।
শুভসংঘের সদস্য মুর্শিদা রিতু বলেন, আজ বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্য সংগ্রহের জন্য বুথ বসানো হয়েছে। সমাজের জন্য কিছু করতে চাওয়া থেকে শুভসংঘে আসা। সবাইকে এ সংগঠনে আনতে আমরা কাজ করে যাব।
আলীউজ্জামান কাজী বলেন, তরুণ যুবসমাজের মাঝে সচেতনতা এবং সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। সেই লক্ষ্যকে ধারণ করে ক্যাম্পাস অঙ্গনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আমরা আজ নতুন সদস্য সংগ্রহ করতে বা বলা যায় শুভসংঘ পরিবারের সদস্য বৃদ্ধি করতে বুথ বসিয়েছিলাম। আমরা চাই, ক্যাম্পাসের প্রতিটি জায়গায় ভালো কাজে এগিয়ে থাকবে বসুন্ধরা শুভসংঘ পরিবার। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।
এ সময় জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের কাজ ত্বরান্বিত করতে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আমরা চাই, শিক্ষার্থীরা শুভসংঘের সঙ্গে যুক্ত হয়ে ভালো কাজে যুক্ত হোক। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে যেতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাখী, আশামণি, বিথি, খাদিজা, মাহফুজ, রিতু, সোহান, তামিমী, মাহিদ, ইশমাম, রাসেল, সুজন, তৌফিক ও লিসাসহ অন্য সদস্যরা।
বিডি প্রতিদিন/কেএইচটি