জনপ্রিয় ব্রিটিশ সিটকম ফোলটি টাওয়ার্সের তারকা অভিনেত্রী প্রুনেলা স্কেলস ৯৩ বছর বয়সে মারা গেছেন। গণমাধ্যমকে তার পরিবার খবরটি নিশ্চিত করেছে।
অভিনেত্রী প্রুনেলা স্কেলস মূলত হোটেল ম্যানেজার সিবিল ফোলটি চরিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। যিনি ক্লাসিক এই ব্রিটিশ কমেডিতে বাসিলের দীর্ঘ-দুর্ভোগী এবং কর্তৃত্বপরায়ণ স্ত্রী হিসেবে অভিনয় করেছেন।
তার দুই পুত্র স্যামুয়েল এবং জোসেফ মঙ্গলবার জানিয়েছেন, তিনি (প্রুনেলা) গতকাল লন্ডনে নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারা আরও যোগ করেছেন, মৃত্যুর আগের দিনও তিনি ফোলটি টাওয়ার্স দেখছিলেন। প্রুনেলা স্কেলস ২০১৩ সাল থেকে ভাসকুলার ডিমেনশিয়ায় ভুগছিলেন।
তার পুত্ররা সংবাদ সংস্থাকে বলেন, আমাদের প্রিয় মা প্রুনেলা স্কেলস গতকাল ৯৩ বছর বয়সে লন্ডনে বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। ডিমেনশিয়ার কারণে প্রায় ৭০ বছরের অভিনয় জীবন থেকে অবসর নিতে বাধ্য হলে তিনি বাড়িতেই জীবনযাপন করছিলেন। গত বছর নভেম্বরে তার স্বামী অভিনেতা টিমোথি ওয়েস্টও মারা যান।
প্রুনেলা স্কেলস দুই পুত্র, এক সৎকন্যা এবং সাতজন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।
বিবিসির কমেডি ডিরেক্টর জন পেট্রি বলেছেন, তিনি ছিলেন একজন জাতীয় সম্পদ। সিলবি ফোলটি হিসাবে তার প্রতিভা পর্দায় আলো ছড়িয়েছে এবং আজও আমাদের হাসায়।
প্রুনেলা স্কেলস অ্যালান বেনেটের ১৯৯১ সালের টেলিভিশন নাটক অ্য কোয়েশ্চেন অফ অ্যাট্রিবিউশনে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করে বাফটা মনোনয়ন পেয়েছিলেন।
তবে, তিনি ফোলটি টাওয়ার্সের সেই কর্তৃত্বপরায়ণ ও ধৈর্যশীল কমেডি চরিত্র সিলবি ফোলটি হিসেবেই বেশি পরিচিত।
পরবর্তী জীবনে তিনি তার প্রয়াত স্বামী টিমোথি ওয়েস্টের সাথে চ্যানেল ৪-এর জনপ্রিয় ট্রাভেল সিরিজ গ্রেট ক্যানেল জার্নিস-এ অভিনয় করেন, যেখানে তারা যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের জলপথ ভ্রমণ করতেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল