আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) মালবাহী ট্রেন সার্ভিসটি। পাকিস্তানের ফেডারেল রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি বলেছেন, এই পরিষেবাটি ইরানের মাধ্যমে পাকিস্তানকে তুরস্কের সাথে পুনরায় সংযুক্ত করবে, যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের গতি আনবে।
গত রবিবার পাকিস্তান রেলওয়ের সদর দফতরে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান ইউরেশিয়ার একটি প্রধান বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্রে ফিরবে। যা অতীতের বিলম্ব কাটিয়ে উঠবে, লজিস্টিক প্রতিবন্ধকতা কমাবে এবং অঞ্চলজুড়ে কার্গো ক্ষমতা বাড়াবে।
হানিফ আব্বাসি আরও জানান, বাণিজ্য ব্যবস্থা চূড়ান্তকরণ এবং পরিচালনাগত, প্রশাসনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবিলার পর পরিষেবাটি চালু করা হবে।
ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত ২,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর (ট্রান্সলোড) করা হবে, এরপর তুর্কমেনিস্তান হয়ে কাজাখস্তান ও রাশিয়ার দিকে যাবে। সম্পূর্ণ রুটটি প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে ২০-২৫ দিন।
পরিষেবা স্থগিতের ইতিহাস আইটিআই মালবাহী পরিষেবাটি প্রায় এক দশক স্থগিত থাকার পর সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পুনরুজ্জীবিত হয়েছিল। ২০২২ সালের আগস্ট পর্যন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও প্রশাসনিক বিলম্ব, শুল্ক জটিলতা, পরিষেবার মানের সমস্যা এবং সিন্ধু ও বেলুচিস্তানের ভয়াবহ বন্যার কারণে এটি বন্ধ হয়ে যায়। সূত্র : গালফ নিউজ।
বিডি-প্রতিদিন/শআ