সামরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চীন কীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বেইজিংয়ের এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল।
গত ফেব্রুয়ারিতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো একটি নতুন সামরিক যান উন্মোচন করেছে, যার নাম দ্য নরিনকো পি সিক্সটি। এই সামরিক যানটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ-সহায়ক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এবং এটি ডিপসিকের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে।
বহু গবেষণাপত্র, পেটেন্ট এবং ক্রয়-নথি পর্যালোচনা করে রয়টার্স দেখেছে যে চীনা সেনাবাহিনী (পিএলএ) স্বয়ংক্রিয়ভাবে নিশানা নির্ধারণ এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ক্ষেত্রে কতটা অগ্রসর হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা বলেছেন, ডিপসিক ও এআই ব্যবহার করে বেইজিং কীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামছে, এটি তারই আগাম প্রদর্শনী।
নথি অনুযায়ী রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন এআই চালিত রোবট কুকুর ব্যবহারের কথা ভাবছে। এটি দিয়ে একই সঙ্গে নজরদারি চালানো যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে নিশানা নির্ধারণ করা যাবে।
২০২৪ সালের নভেম্বরে পিএলএ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে এআই চালিত রোবট কুকুর ব্যবহার করে একই সঙ্গে হুমকি শনাক্ত করা ও বিস্ফোরকজনিত ঝুঁকি দূর করতে পারবে—এমন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্রের শর্তগুলো পূরণ হয়েছে কি না, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।
এর আগে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, এআই রোবোটিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিট্রি সামরিক মহড়ায় তাদের সশস্ত্র রোবট কুকুর ব্যবহার করেছে। পিএলএর কাজে ব্যবহারের জন্য রোবট তৈরির বিষয়ে ইউনিট্রিকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়নি।
এছাড়া চীনা সামরিক সংস্থাগুলো ক্রমাগত যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিনিয়োগ করছে। রয়টার্স যে দরপত্র এবং পেটেন্টগুলো দেখেছে, তার মধ্যে দুই ডজন দরপত্রে দেখা গেছে, লক্ষ্য শনাক্ত করতে সামরিক বাহিনী ড্রোনে এআই সংযুক্ত করার চেষ্টা করছে। তারা এমন প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে, যেন অস্ত্রগুলো মানুষের ব্যবহার ছাড়াই পরিচালিত হয়।
বিডি-প্রতিদিন/শআ