বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে পাকিস্তানের লাহোর। এদিন বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম স্থানে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬১, যা বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নিয়ে যায়।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫, যার মাত্রা আজ সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৪ গুণ বেশি রেকর্ড হয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার সবচেয়ে দূষিত এলাকা ছিল পুরান ঢাকার বেচারাম দেউড়ি, যেখানে একিউআই স্কোর দাঁড়ায় ১৭৭। এর পরেই রয়েছে গোড়ান (১৬৫), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬৩), দক্ষিণ পল্লবী (১৬৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৩), কল্যাণপুর (১৫৬), শান্তা ফোরাম (১৫৩) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫২) এলাকা।
এসব এলাকাতেই বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানায় আইকিউএয়ার।
এদিন বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা শহর লাহোরের স্কোর ২৭৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৭০), তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৭৩) এবং চীনের উহান (১৬৩)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- স্কোর ০–৫০ : ভালো, ৫১–১০০ : মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ : অস্বাস্থ্যকর, ২০১–৩০০ : খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি : দুর্যোগপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান নগরায়ণ, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পাঞ্চলের নিঃসরণ ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। তারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল