নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়। সোমবার বিকালে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এর নেতৃত্বে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
সভায় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকারের বিরোদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। ব্যবসা বানিজ্য করতে পারে নাই। বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারে নাই। নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন। সবশেষ আমাদের ছাত্র জনতার আন্দোলনে রক্তের বিনিময়ে আমরা সাময়ীক স্বাধীনতা পেয়েছি। চূড়ান্ত বিজয় এখনো হয়নি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহসভাপতি ফরহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর থানা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম