বিদেশ ভ্রমণ কিংবা স্বল্প সময়ে কোথায় যেতে হলে আমাদের বিমানবন্দরে যেতে হয়। সেই আনন্দসময় মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ছোটকাট কিছু পরিকল্পনা ভ্রমণে ভিন্ন অভিজ্ঞতা এনে দিবে। এক্ষেত্রে কিছু প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণের অভিজ্ঞতাকে বদল দিতে পারে। একফলকে ওই সব প্রস্তুতিগুলো দেখে নিতে পারেন।
আগে পৌঁছে যাওয়া
অনেকে মনে করেন যাত্রার শুরুর দিন যত আগে বিমানবন্দরে পৌঁছানো যায়, তত ভালো। কিন্তু তা সব সময় নয়। বেশির ভাগ এয়ারপোর্টে ব্যাগ ড্রপ বা চেক-ইন কাউন্টার খোলে ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টা আগে। তার আগে গেলে অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না।
যাত্রার আগে গাড়ি ঠিক করবেন না
অনেকে গাড়ি নিয়ে বিমানবন্দরে যাওয়ার আগে অনলাইনে গাড়ি বুক করে রাখেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে না পেলে এতে বড় বিপত্তি তৈরি হয়। তাই নির্দিষ্ট দিনের জন্য আগেই গাড়ি ঠিক করে রাখা উচিত। এতে বের হওয়ার সময় কোনো সমস্যা পোহাতে হয় না।
দেরি করা বিপজ্জনক
কিছু যাত্রী অনলাইনে টেক ইন দিয়ে বিমানবন্দের পৌঁঁছানের চেষ্টা করেন। কিন্তু অনেক এয়ারলাইনস ফ্লাইট ছাড়ার ৩০ থেকে ৪৫ মিনিট আগে গেট বন্ধ করে দেয়। বিশেষ করে বড় বিমানবন্দরে ইমিরগ্রেশন ও গেটে পৌঁছাতে সময় লাগে অনেক। তাই অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হওয়া বুদ্ধিমানের কাজ। আর অনলাইন চেকিং না থাকলে অবশ্যই ৩ থেকে ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে।
অনলাইনে চেক ইন না করা
বর্তমানে প্রায় সব এয়ারলাইনস অনলাইন চেক-ইন সুবিধা দেয়। এতে বিমানবন্দরে সময় বাঁচে, আবার কিছু ক্ষেত্রে টাকাও বাঁচে। তাই আগেই মোবাইল ফোন বা ল্যাপটপে চেক-ইন সম্পন্ন করতে হবে।
পানির খালি বোতল সঙ্গে না নেওয়া
নিরাপত্তা চেকের সময় পানি নিয়ে ঢোকা যায় না, কিন্তু খালি বোতল নিয়ে ঢোকা যায়। এখন প্রায় সব বিমানবন্দরে পানির ফিলিং স্টেশন আছে। খালি বোতল নিয়ে গেলে নিরাপত্তা পার হওয়ার পর পানি ভরে নিতে পারবেন। এতে দোকানে অতিরিক্ত দামে পানির বোতল কিনতে হবে না।
লাগেজের ওজন না মাপা
এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী ব্যাগের ওজন ও মাপ ভিন্ন হয়। বাড়তি ওজনের জন্য বেশ ভালো অঙ্কের অতিরিক্ত ওজন ফি দিতে হয়। তাই ঘর থেকে ব্যাগ ওজন করে নিন। অন্যথায় ভ্রমণের একটি অংশ লাগেজের ওজনের জন্য পরিশোধ করতে হবে।
বিমানবন্দরে মুদ্রা বদল করবেন না
এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারে রেট সব সময় কম পাওয়া যায়। তাই ভ্রমণের এক বা দুদিন দুদিন আগে অনলাইনে বা শহরের কোনো নির্ভরযোগ্য মানি এক্সচেঞ্জে আগেভাগে টাকা বদলে নেওয়া। এতে অনেক টাকা সাশ্রয়ী হয়। দাম না জেনে ‘ডিউটি ফ্রি’ কেনাকাটা না করাই ভালো।
‘ডিউটি ফ্রি’ শব্দটি শুনলেই মনে হয় সবকিছু সস্তা, কিন্তু বাস্তবে তা নয়। তাই কেনার আগে মোবাইল ফোনে গুগলে দাম দেখে নিন। না হলে আপনাকে ‘ডিউটি ফ্রি’ ট্যাগের জন্যই বাড়তি টাকা গুনতে হবে।
ফ্লাইট ট্র্যাক না করা
এয়ারপোর্টের ডিসপ্লে বোর্ডে ফ্লাইট বিলম্ব বা গেট পরিবর্তনের তথ্য অনেক সময় দেরিতে আপডেট হয়। অনলাইন ফ্লাইট ট্র্যাকারে আপনার ফ্লাইট নম্বর লিখলেই আগেভাগে রিয়েল টাইম তথ্য পাওয়া যায়। এতে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ ও বিভ্রান্তি কমে আসে।
সময়মতো বিমাবন্দরে পৌঁছানো, অনলাইনে চেক ইন করা এবং লাগেজের ওজন না মাপার মতো ছোটকাট বিষয় পুরো ভ্রমণ উপভোগ্য করে তুলতে পারে।
বিডি প্রতিদিন/কামাল