বাগেরহাটের মোংলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ঐতিহ্য ও সাফল্যের সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পৌর যুবদল।
মঙ্গলবার সকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঈমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন।
এসময় তিনি বলেন, গত ১৭ বছর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন রাস্তায় কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন আমাদের একটাই টার্গেট, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে দিনের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে সকলের আস্তা অর্জন করে আমাদের জিততে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত