পাবনার চাটমোহরে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাটমোহর সাহাপুর বালুদিয়ার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্য বোঝাই একটি ট্রাক চাটমোহর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানচালক ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিল ও রেসকিউ দল এসে উদ্ধার করে। পরে তারা পুলিশে হস্তান্তর করলে পুলিশ এসে ট্রাকটি আটক করলেও চালক ও চালক সহকারী পালিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আশফাক