মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা।
সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় অভিযুক্ত না হলেও কেউ কেউ শাবনূরকে জড়িয়ে কথা বলছেন। বিষয়টি নজর এড়ায়নি ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর। এ বিষয়ে গতকাল সামাজিকমাধ্যমে নিজের কথা তুলে ধরেছেন শাবনূর। তিনি আহ্বান জানিয়েছেন, ভ্রান্ত তথ্য প্রচার না করতে। পাশাপাশি সালমান শাহর মৃত্যুর ন্যায়বিচার দাবি করেন।
ভিত্তিহীন ও অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি।
কিছু ব্যক্তি অসৎ উদ্দেশে সালমান শাহ হত্যা মামলায় সঙ্গে তার নাম জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’
সালমান শাহর অকাল মৃত্যুতে ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বলেন, আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে।
শাবনূর উল্লেখ করেন, 'সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়। এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।’