পাকিস্তানের ছোট পর্দায় অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম। অভিনয় দক্ষতা, রূপ ও গ্ল্যামারে কোটি ভক্তের মন জয় করা এই তারকা এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।
সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে দুরেফিশান এমন এক ঘটনা শেয়ার করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।”
তার এই কথায় অনুষ্ঠানে উপস্থিত সহ–অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির হতবাক হয়ে যান। পরে মিকাল হেসে জিজ্ঞেস করেন, “জায়নামাজ চুরি করতে লজ্জা লাগেনি?”
উত্তরে দুরেফিশান বলেন, “আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমার ওপর রাগ করবেন না। কারণ আমি নামাজ পড়ার জন্যই এটি নিয়েছিলাম।”
এরপর মিকাল হালকা রসিকতায় বলেন, “তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও ক্ষমা করা উচিত!”
তার এই কথায় পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়ে। মুহূর্তেই তাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তবে নেটিজেনদের অনেকে এই ঘটনাকে রসিকতা হিসেবে গ্রহণ করলেও, কেউ কেউ এ নিয়ে আলোচনা ও সমালোচনায় যুক্ত হয়েছেন। অনেকেই দুরেফিশানের রসবোধ ও সরলতার প্রশংসা করছেন।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/আশিক