ব্যক্তিগত কারণে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। তার না থাকার সুবাধে কপাল খুলল তরুণ লেগ স্পিনার তানভির সাঙ্ঘার।
প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়ার দলে জায়গা পেলেন ২৩ বছর বয়সী তানভির। এর আগে ভ্রমণজনিত জটিলতায় পার্থে প্রথম ওয়ানডে খেলতে পারেননি জ্যাম্পা। তবে অ্যাডিলেইডে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেই ম্যাচ সেরা হন ৩৩ বছর বয়সী লেগ স্পিনার।
জ্যাম্পার জায়গায় সুযোগ পাওয়া তানভিরের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০২৩ সালে। নিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট নেন তিনি।
তবে ওই বছরই ৭ ম্যাচ খেলার পর আর এই ফরম্যাটে দলে জায়গা হয়নি তারা। জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় আছেন জ্যাম্পা। এসময় পরিবারের পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তানভির।
একই দলের সঙ্গে এবার ঘরের মাঠে প্রত্যাবর্তনের অপেক্ষায় বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা লেগ স্পিনার। আগামী বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।