শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়ার্স আইয়ারকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে সেরে উঠছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকবাজ এক প্রতিবেদেন জানিয়েছে, আইসিইউ থেকে বের করা হয়েছে আইয়ারকে। গত শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৪তম ওভারে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে দৌড়ে পেছনে গিয়ে ঝাঁপ দেন আইয়ার।
অসাধারণ সেই প্রচেষ্টায় ক্যাচটি হাতে এলেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এতে সিরিজ শেষে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে ফেরার সুযোগ পাননি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ইনজুরি নিয়ে বিবৃতি দিয়েছে বিসিসিআই। এতে বলা হয়েছে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় শ্রেয়াস আইয়ার বাম নিচের রিব কেজে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ভালোভাবে সেরে উঠছেন।
বিসিসিআই আরও জানায়, সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে বোর্ডের মেডিকেল টিম তার ইনজুরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় দলের ডাক্তার সিডনিতেই থেকে প্রতিদিন তার শারীরিক অগ্রগত মূল্যায়ন করবেন।
বিডি প্রতিদিন/কামাল